নারায়ণগঞ্জ প্রতিনিধি: জিসা মনি, মামুনের পরে এবার জীবিত ফিরে এসেছে নারায়ণগঞ্জের রুবেল ওরফে আল আমিন (২১)।
অপহরণের পর গুমের ঘটনার ১৩ বছর পর বৃহস্পতিবার (২০ মে) রাতে স্থানীয়দের সাথে নিয়ে থানায় হাজির হয় সেই যুবক।
রুবেল ওরফে আল আমিন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের কুড়েরপাড় এলাকার ছেলে।
তাকে অপহরণের পর গুমের অভিযোগে ২ জন মুক্তিযোদ্ধাসহ ১৯ জন ব্যক্তি দীর্ঘ মামলার ঘানি টানছেন। বিভিন্ন সময় খেটেছেন জেলও। বর্তমানে জামিনে রয়েছে।
জানা গেছে, ২০০৭ সালে শুরুর দিকে রুবেল ওরফে আল আমিন নিখোঁজ হন। তখন ছেলেটির বয়স ছিল মাত্র ৮ বছর। নিখোঁজের পর ২ জন মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে আসামী করে নারায়ণগঞ্জের একটি আদালতে অপহরণের পর গুমের অভিযোগ মামলা করেন নিখোঁজ শিশুর মা রহিমা খাতুন। মামলা নং-২৩। তারিখ-২৩(২)২০০৭।
ঘটনার ১৩ বছর পর বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ শিশু যুবক অবস্থায় ফিরে এসেছেন। বিষয়টি জানতে পারে মামলার আসামীরাও। পরে তারা তাকে সঙ্গে নিয়ে রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হাজির হয়।
এদিকে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান বলেন, আল আমিনকে অপহরণ করা হয়েছে বলে ১৩ বছর পূর্বে অভিযোগ দায়ের করা হয়েছিলো। কোন হত্যা মামলা করা হয়নি। ভিকটিম বলছে তাকে অপহরণ করা হয়নি। পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহন করবো।
এর আগেও নারায়ণগঞ্জ রুবেল ওরফে আল আমিনের মতো জিসা মনি, মামুন নামের আরও ২ জন পৃথক ২ ঘটনায় অপহরণ ও গুমের পর জীবিত ফিরে এসেছিলেন। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম হয়েছিল দেশ জুড়ে।