নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : অপু মুনশি মেমোরিয়াল ট্রাষ্ট এর সেক্রেটারি, সেপাল গ্রুপের পরিচালক এবং অপু মুনশি হিমাগার লিমিটেড এর পরিচালক প্রকৌশলী ইফ্ফাত হোসেন ইন্নু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
আজ (শুক্রবার) বাণিজ্যমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলে, নাতিসহ অনেক বন্ধু বান্ধব ও গুণগ্রাহি রেখে গেছেন। তার তত্বাবধানে অপু মুনশি মেমোরিয়াল ট্রাষ্ট ক্যান্সার হাসপাতাল রংপুর এর নির্মাণ কাজ চলছিল।
উল্লেখ্য, মরহুম ইফফাত হোসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি’র ছোট বোনের স্বামী। আজ ঢাকায় অসুস্থ হলে হাসপাতাল নেয়ার পথে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।