আনন্দ ঘর ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে তার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক। এবার তার গল্প ভাবনা নিয়ে নির্মিত হয়েছে ‘মধু সিং’ নামে একক নাটক। মজার বিষয় হলো, তার গল্পের নায়িকা হয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এ নির্মাতা জানান, গুরু-শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। মূলত এটি কমেডি ঘরানার গল্পের একটি নাটক। দু’জন সংগীতপ্রেমী মানুষের নির্ভেজাল কমেডির গল্প তুলে ধরার চেষ্টা করেছি।
জিয়াউল ফারুক অপূর্ব বলেন, নির্মাতাকে আমার গল্প ভাবনা বলে দেওয়ার পর চমৎকারভাবেই নাটকটি লিখেছেন। আমি এবং মেহজাবিন চেষ্টা করেছি গল্প অনুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার।
অপূর্বর গল্প ভাবনা ভালো লেগেছে মেহজাবিন চৌধুরীর। তিনি বলেন, নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে দারুণ লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দু’জনকে দেখতে পাবেন দর্শক।
আগামীকাল শুক্রবার ১২ ফেব্রুয়ারি, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।