আনন্দ ঘর প্রতিবেদক: অভিনেতা এস এম মহসীনও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৭৩ বছর।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
তার ছেলে বাসেদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম মহসীন অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন। প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন তিনি।