নোয়াখালী প্রতিনিধি: সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আই আর কেয়ারে ভয় করিনা। আই এসব নেতা পেতা এমপি-মন্ত্রী মানিনা।
এমপি নীতির ভিতর থাকলে তার পূজা করুম, মন্ত্রী নীতির ভিতর থাকলে হাতের পূজা করুম।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বাজার পরিদর্শন শেষে বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরের সামনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মওদুদ সাহেবের প্রোগ্রাম করছি মহাভারত অশুদ্ধ হইছে নাকি। এ এলাকায় তার অবদান নেই। তিন দিনের শোক করছি। আর বোলে কিয়া অই গেছে। আই কি এগান ডরায়নি। তারপরে আমি নাগরিক শোকসভা করছি, বন্ধ করে দিছে। যাতেনরা বন্ধ করছেন জানাজায় এক হাজার মানুষও অইতো নয়। আর ভোট আইলে টের পাবেন।