300X70
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মালয়েশিয়ায় বিএমসিসিআই প্রতিনিধি দল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১২, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিএমসিসিআই প্রতিনিধি দলের মালয়েশিয়া সফর।

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই) এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, প্রেসিডেন্ট জনাব শাব্বির আহমেদ খানের নেতৃত্বে, ২০-শে ফেব্রুয়ারি থেকে ২২-শে ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া সফর করেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন বিএমসিসিআই-এর সহ-সভাপতি মি. মাহবুবুল আলম, মহাসচিব মোতাহের হোসেন খান, যুগ্ম মহাসচিব রুবাইয়াত আহসান, পরিচালক মাহবুব আলম শাহ, বিএমসিসিআই এর সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ প্রতিনিধিদলের বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন।

বিএমসিসিআই প্রতিনিধি দল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক কর্পোরেশন (MDEC), মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MATRADE), মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (MIHAS) সেক্রেটারিয়েট, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC), এডুকেশন গ্লোবাল মালয়েশিয়ার (EMGS) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে বৃদ্ধি করে ভ্রাতৃপ্রতীম দুদেশের মধ্যকার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে বিএমসিসিআই প্রতিনিধি দলের এই সফর। এছাড়াও প্রতিনিধিদলের লক্ষ্য দুদেশের মধ্যকার সাংস্কৃতিক মূল্যবোধের বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই দুই ভ্রাতৃপ্রতীম দেশের জনগণের মধ্যে সংযোগ স্থাপন করা।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিজ এক্সিলেন্সি মোঃ শামীম আহসান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে অভূতপূর্ব পর্যায়ে উন্নতিকল্পে বিএমসিসিআই এর আগ্রহের ভূয়সী প্রশংসা করেন, এবং একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিএমসিসিআই প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরির মাধ্যমে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে স্থাপিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কারিগরি দক্ষতার শীর্ষস্থানে অবস্থান করা মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত জ্ঞানকে সমন্বিত করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্বপ্নের স্মার্ট বাংলাদেশের পথে দ্রুত এগিয়ে যাওয়া ও ২০৪১ সালের মধ্যে এই স্বপ্ন বাস্তবায়নে বিএমসিসিআই প্রতিনিধিদল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক কর্পোরেশন (MDEC) এর সাথে বাংলাদেশের অগ্রযাত্রায় তাদের জ্ঞান, অভিজ্ঞতা বিনিময়ের জন্য দেখা করেন। মালয়েশিয়ার ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রযাত্রায় অংশ নিতে বাংলাদেশের শ্রম-দক্ষতা উন্নয়নে সহায়তা করার জন্য তাঁরা আলোচনা করেন।

সেমিকন্ডাক্টর ও মাইক্রোচিপ শিল্পে কাজ করার জন্য দক্ষ প্রকৌশলীর অভাব রয়েছে এবং বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগীতায় উক্ত প্রকৌশলী তৈরি করে এই খাত সংশ্লিষ্ট শিল্পে দক্ষ জনশক্তি রপ্তানীর সুযোগ বাংলাদেশ নিতে পারে।

এমডিইসি বিষয়টিকে সক্রিয়ভাবে বিবেচনা করার জন্য উভয় প্রস্তাবই গ্রহণ করেছে এবং শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে এবং স্মার্ট বাংলাদেশ গঠন ও দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা মূল্যায়ন নিয়ে দুই দেশের সরকারকে কাজ করার প্রস্তাব দেবে।

মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MATRADE) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের এর সাথে দুটি দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমাতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।

MATRADE বাংলাদেশে রপ্তানি করার জন্য বাংলাদেশ উপযোগী পণ্য নির্বাচন করার জন্য গবেষণা করবে। আর একইসাথে রপ্তানি বাড়াতে বাংলাদেশ বহির্বিশ্ব হতে মালয়েশিয়ার আমদানিকৃত পণ্য ও চাহিদা চিহ্নিত করে একইমানের পণ্য রপ্তানীর উদ্যোগ গ্রহন করবে। উল্লেখ্য, মালয়েশিয়া প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ও সেবা আমদানি করে এবং বাংলাদেশ হতে মাত্র ৩৭১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য আমদানি করে থাকে।

বিএমসিসিআই এবং এডুকেশন গ্লোবাল মালয়েশিয়ার (EMGS) মধ্যে আলোচনায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জগুলো বিস্তারিত উপস্থাপন করা হয়।

এডুকেশন গ্লোবাল মালয়েশিয়া (EMGS) বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে আলোচনায় শিক্ষার্থীদের সরাসরি সহায়তা করার জন্য বাংলাদেশে একটি অফিস স্থাপনের পরিকল্পনা করছে বলে জানা যায়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সেবা সহজ করা, মালয়েশিয়াতেই ইন্টার্ণশিপের সুযোগ দেওয়া ওমালয়েশিয়ায় পড়াশোনা শেষে কাজের সুযোগ করে দেওয়ার জন্য প্রতিনিধিদল এডুকেশন গ্লোবাল মালয়েশিয়া (EMGS) এর সক্রিয় ভূমিকা কামনা করেন।

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (MIHAS) প্রতিনিধিদের সাথে বৈঠকে আসন্ন সেপ্টেম্বরের মেলায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের পরিকল্পনা, প্রচারমূলক কার্যক্রম এবং সামগ্রিক সমন্বয়ের জন্য বিএমসিসিআই-কে বাংলাদেশে একমাত্র প্রতিনিধিত্বকারী সংস্থা হিসেবে বিবেচনার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (MIHAS) কর্তৃপক্ষ বাংলাদেশের অংশগ্রহনকারীদের সহযোগীতার জন্য বিএমসিসিআই-কে সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানায়।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চিকিৎসা পর্যটনকে আরো সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) এর প্রতিনিধিদের সাথে আলোচনা করেন বিএমসিসিআই প্রতিনিধিদল ।

প্রতিনিধিদল রোগীদের সহায়তার জন্য বিএমসিসিআই অফিসে একটি হেল্প ডেস্ক স্থাপনের প্রস্তাব করে, এবং চিকিৎসা পর্যটনকে আরো উন্নত করার জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশের পর্যটন উন্নয়নে মালয়েশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশ হতে আরো অধিক হারে পর্যটক আকর্ষণের জন্য পর্যটন বিষয়ক প্রচারণায় সমন্বয় করার জন্যে মালয়েশিয়ান ট্যুরিজম প্রোমোশন বোর্ড (MTPB) ও বিএমসিসিআই প্রতিনিধি দল দুই সংস্থার মধ্যে পর্যটন কেন্দ্রীক দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করে। এজন্য সরকার, বেসরকারী খাত এবং ব্যবসায়িক সংগঠনের সমন্বয়ের মাধ্যমে সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশন বোর্ড বাংলাদেশে মালয়েশিয়ার জাতীয় দিবস উদযাপনের জন্য একটি বৃহৎ সাংস্কৃতিক দল এবং ফুড ফেস্টিভ্যালের জন্য শেফ পাঠানোর মাধ্যমে সাংস্কৃতিক মূল্যবোধের বিনিময় শুরু করতে সহযোগিতার আশ্বাস দেয়।

মালয়েশিয়ার অর্থনীতির চালিকাশক্তি ও কর্মসংস্থানের মাধ্যম হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প একটি বড় ভূমিকা পালন করছে, যা মালয়েশিয়ার জিডিপির ৪৬ শতাংশ। বাংলাদেশের প্রতিনিধি দল তাই মালয়েশিয়ার SME Corporation এর সাথে বৈঠকে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে মালয়েশিয়ার অনুসৃত নীতি নিয়ে আলোচনা করেন এবং এ শিল্পে মালয়েশিয়ান জ্ঞান এবং দক্ষতা বিনিময় সহজতর করার জন্য একটি পারস্পরিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের এসএমইগুলোকে তাদের কর্মক্ষমতা, উত্পাদনশীলতা এবং বাজারের প্রতিযোগিতা বাড়াতে উদ্বুদ্ধ করতে পারে।

বিএমসিসিআই প্রতিনিধিদলের এই সফরে সার্বিক সহযোগিতার জন্য বিএমসিসিআই প্রেসিডেন্ট শাব্বির আহমেদ খান বাংলাদেশস্থ মালয়েশিয়ান দূতাবাসের সমস্ত পদস্থ কর্মকর্তা ও হাইকমিশনার হার এক্সিলেন্সি হাজনাহ মোঃ হাশিমকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিএমসিসিআই প্রেসিডেন্ট শাব্বির আহমেদ খান আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MATRADE) এর চেন্নাই অফিসের ট্রেড কমিশনার ওয়ান আহমাদ তারমিজিকে, যার সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগের প্রেক্ষিতে এই সফর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :