বাঙলা প্রতিদিন ডেস্ক : আগামীকাল শুক্রবার (২১ জুন) বিশ্ব সংগীত দিবস। সংগীতের সুরে বিশ্বব্যাপী শান্তি ও ইতিবাচক চিন্তা ও দর্শনকে ছড়িয়ে দিয়ে সবার সাথে মেলবন্ধন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই প্রতিবছর দিবসটি পালিত হয়।
বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামীকাল শুক্রবার বিশ্ব সংগীত দিবস পালিত হবে। দিনটি উপলক্ষ্যে সন্ধ্যা ৬:৩০টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
পরে ২য় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে অর্কেস্ট্র্রা ‘সানফ্লাওয়ার’। সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন টেপরী মাতারি। বিদেশী ভাষার একক সংগীত পরিবেশন করবেন নিতা খন্দকার ও নুসরাত জাহান কৃতি।
থাকবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এছাড়া ২০ জন তারকাশিল্পী সমবেত সংগীত পরিবেশন করবেন। ধারাবাহিক পরিবেনায় ঢাকা সাংস্কৃতিক দল বিদেশী গান পরিবেশন করবেন। সবশেষে সমবেত সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল।