300X70
বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আগামীদিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে : জিএম কাদের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৯, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের করে বলেছেন, আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনার মিসেস নারদিয়া সিম্পসনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদের অষ্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনারের গুলশানের বাসভবনে গেলে তাঁকে স্বাগত জানান মিসেস নারদিয়া সিম্পসন।

দুপুর ১২টা ৩০ থেকে ২টা ২০ পর্যন্ত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন তারা। এসময় বন্ধুপ্রতিম দুটি দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কথা হয়েছে।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে। আপ্যায়ন শেষে মিসেস নারদিয়া সিম্পসন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদের এর সাফল্য ও সুস্থতা কামনা করেছেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর