অর্থনৈতি প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রম আজ মঙ্গলবার (১৩ জুন) থেকে ভর্তুকি মূল্যে বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।
বাংলাদেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবার এ কার্যক্রমের সুবিধা ভোগ করবেন।
টিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিসিবির পণ্যাদি (তেল, চিনি, ও ডাল) সাশ্রয়ী মূল্যে জুন মাসের বিক্রয় কার্যক্রম মঙ্গলবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে একযোগে শুরু হবে।
তবে, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।
টিসিবি কর্তৃক জনপ্রতি সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করবে।
সরকারী দামে চিনির কেজি ৭০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও সয়াবিন তেলের লিটার ১১০ টাকা দরে বিক্রিয় করবে টিসিবি।