300X70
রবিবার , ৩০ মে ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৩০, ২০২১ ১২:৫৬ পূর্বাহ্ণ

‘দেশি-বিদেশি ষড়যন্ত্রে খুন হন জিয়া’

বাঙলা প্রতিদিন: আজ রোববার (৩০ মে) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী। খালেদা জিয়া ও তার দলের অনীহার কারণেই চার দশকেও বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার তদন্ত বা বিচার হয়নি। ৪০তম মৃত্যুবার্ষিকীতে এসে এমন মন্তব্যই করেছেন তার ঘনিষ্ট সহচরেরা। তাদের মতে, একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসলেও প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াও তার স্বামীর খুনের বিচারে আগ্রহী হননি। দুর্নীতি আর অগণতান্ত্রিক চর্চা গ্রাস করায় জিয়ার বিএনপির সঙ্গে বর্তমান বিএনপিরও আকাশ পাতাল ফারাক বলেও মনে করেন তারা।

১৯৭৫ সালের ১৫ আগস্টে স্বপরিবারে বঙ্গবন্ধু খুন হওয়ার পর সামরিক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতায় আসেন জিয়াউর রহমান। সামরিক ঊর্দি ফেলে রাজনৈতিক ভিত্তি হিসেবে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ১৯ দফা কর্মসূচি দিয়ে আসেন আলোচনায়।

তবে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হাতে খুন হন জিয়াউর রহমান। এই খুনের ব্যাপারে আগেই আঁচ করতে পেরে জিয়াকে সতর্কও করেছিলেন তারই ঘনিষ্ঠ এই সহচর।

এলডিপি’র চেয়ারম্যান কর্নেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘এটা হলো এপ্রিল মাসের ১৫ তারিখ। উইং কমান্ডার আফতাব, উনি বললেন যে আজকে শহরে গিয়েছিলাম। এবং শুনেছি জিয়াউর রহমানকে মেরে ফেলা হবে। আমি তখন বঙ্গভবনে উনাকে বললাম, আমি আজকে শুনেছি এবং আমার নিজেরও একটা অনুভূতি হচ্ছে কয়েক মাস থেকে আপনাকে গুলি করে মারা হবে। তখন উনি আমাকে জিজ্ঞেস করলো আমাকে কে মারবে।’

জিয়াকে খুনের মধ্য দিয়ে রাষ্ট্রের পাশাপাশি তার দলও ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তার আরেক সহচর।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘জিয়াউর রহমানের বিএনপি ও আজকের বিএনপির মধ্যে আকাশ-পাতাল তফাৎ। যে আদর্শ ধারণ করে জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করেছিলেন, সে আদর্শ বিএনপি পরিত্যাগ করেছে। যেসব নেতারা সাধারণ মানুষের সাথে মিশে আছে, গণমানুুষের নেতৃত্ব দেয়ার যোগ্য তাদের তিনি বেছে বেছে দলে এনেছিলেন, এবং তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছিলেন। এখন যারা নেতা তাদের সঙ্গে জনগণের কোন সম্পর্ক আমি দেখিনা।’

চার দশকেও জিয়ার খুনের প্রকৃত রহস্য উন্মোচিত হলো না কেন? এমন প্রশ্নও ছিলো তাদের কাছে।

কর্নেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম আরো বলেন, ‘তবে এটার দায়িত্ব হলো প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। অভ্যন্তরে কি কাজ করেছে সেটা আমি বলতে পারবো না। এটার সঙ্গে আমি জড়িত নই। তবে আমি বহুবার বলেছি তৎকালীন প্রধানমন্ত্রীকে যে এটার বিচার হওয়া উচিত।’

মেজর (অব:) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আরো জানান, ‘আমার ধারণা বেগম জিয়া দেখেছেন যে সামরিক বাহিনী থেকে তাকে যারা হত্যা করেছে তাদের তো বিচার হয়েছে। এজন্য হয়তো তিনি অতটা গুরুত্ব দিয়ে পরবর্তীতে পর্দার অন্তরালে যারা রয়েছে, এটি উদঘাটন করার জন্য ও তাদের সামনে আনার জন্য যে ধরনের উদ্যোগ ও তৎপরতা দরকার সে ধরনের সময় তিনি পাননি।’

জিয়া হত্যার পর সামরিক আদালতের রায়ে সেনা বিদ্রোহের দায়ে ১৩ জন সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্ত রাষ্ট্রপতি জিয়া হত্যার দায়ে ১৯৮১ সালে ১ জুন চট্রগ্রামের কোতয়ালী থানায় মামলা দায়ের হলেও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মামলার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
সূত্র-ডিবিসি নিউজ

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উত্তরার বেশির ভাগ ফুটওভার ব্রিজ

কঠোর স্বাস্থ্যবিধি শর্ত সাপেক্ষে দোকান ও শপিং মল চালু

শিক্ষকদের বিশ্বমানের প্রশিক্ষণ প্রদানে হার্ভার্ডের সাথে হেইলিবেরি ভালুকার চুক্তি

কৃষি হবে উন্নয়ন ও উন্নত জীবনের হাতিয়ার : কৃষিমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

তরুণ প্রজন্মকে রক্ষায় ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে : ই-ক্যাব

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ক্যাটরিনাকে যেসব উপহার দিলেন সাবেক দুই প্রেমিক

জাতির পিতার সমাধিতে বিডিইউ প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারের শ্রদ্ধা

গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত হয়নি

ব্রেকিং নিউজ :