300X70
বুধবার , ১ জুন ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আদিতমারীর গোবর্দ্ধন হায়দারীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় নিয়ে যা চলছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
এম এ মান্নান, লালমনিরহাট :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্দ্ধন হায়দারীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ তুলে স্থানীয় সুশীল সমাজের ব্যানারে সংবাদ এক সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনের ভিত্তিতে প্রকাশিত সংবাদ মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আজ বুধবার (১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়ের গোবর্দ্ধন হায়দারীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এর আগে গত সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে এক সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ তোলেন নিয়োগ বঞ্চিতরা। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সোবাহান তার লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ মে কতিপয় “সচেতন এলাকাবাসী” ব্যানারে আমাকে জড়িয়ে বিভিন্ন ভাবে নিয়োগ বাণিজ্য অভিযোগ করেছেন। তাদের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত।

তারা আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের ১৬ এপ্রিল বেসরকারি শিক্ষক/কর্মচারী জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী আয়া-১ জন, পরিচ্ছন্নতা কর্মী-১ জন ও নিরাপত্তা কর্মী-১ জন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ্যের সভা অনুষ্ঠিত হয়। ঐ মাসের ১৭ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ৮ মে শুধু আয়া-১ জন ও পরিচ্ছন্নতা কর্মী-১ জন পদের জন্য প্রাপ্ত আবেদনের যাচাই-বাচাই করা হয়। আয়া পদে মোট ১২ টি আবেদন যারমধ্যে বয়সের কারণে দুটি আবেদন বাতিল হয়। পরিচ্ছন্নতা কর্মী পদে মোট ০৪টি আবেদনই বৈধ্য বলে বিবেচিত হয়।

প্রধান শিক্ষক বলেন, জেলা শিক্ষা অফিসারের নিকট মহা-পরিচালকের প্রতিনিধি গ্রহণের জন্য আবেদন করলে ৩টি পদের মধ্যে আয়া-১ জন এবং পরিচ্ছন্নতা কর্মী-১ জন পদে নিয়োগের জন্য অফিস আদেশ প্রদান করেন। যেটির স্মারক নাম্বার গুলো লিখিত বক্তব্যে তুলে ধরেন তিনি। প্রাপ্ত আদেশ অনুযায়ী ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট নিয়োগ বোর্ড গঠন করে কর্তৃপক্ষ ।

নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ২৩ মে নিয়োগের নিমিত্তে আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদের উপস্থিত প্রার্থীদের পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তৃষভান্ডার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীদ্বয়কে নির্বাচিত ঘোষণা করেন। এর পর ২৫ মে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পত্র প্রদান করে। বর্তমানে তারা বিদ্যালয়ে কর্মরত আছে।

আব্দুস সোবহান বলেন, বিধি মেনে এবং কোনো প্রকার উৎকোচ গ্রহন না করে নিয়োগ প্রদান করা হয়েছে।নিয়োগে বানিজ্য হয়েছে এমন অভিযোগকারীরা উদ্দেশ্য প্রনোদিত, মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার করে আমাকে ও ম্যানেজিং কমিটিকে সামাজিক ভাবে হীন প্রতিপন্ন ও লাঞ্চিত করছে।

প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সভাপতি ও মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাদ্দেক হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মতিয়ার রহমান, আমিনুর রহমান, সোলয়মান কাজী,সাবের আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সরকার জলবায়ু কর্মসূচির জন্য ১৫ বিলিয়ন ডলার সংগ্রহ করবে : পরিবেশ মন্ত্রী

ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

নাড়ির টানে ঈদের দিনেও বাড়ি ফিরছেন মানুষ

করোনায় মারা গেলেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান

ঈশ্বরগঞ্জের ইসলামপুর মাদ্রাসার ১১ শিক্ষার্থী বেফাকের মেধা তালিকায়

সালমা আক্তার মনি এখন ফিফা রেফারি

জামিন নিতে আসা পাহাড়ি নেতাকে পুলিশে দিল হাই কোর্ট

একাত্তর টিভির বিরুদ্ধে নুরের বক্তব্য প্রত্যাহারের আহবান ডিইউজের

মুজিবনগর সরকারের প্রকৃত কর্মচারীদের ভূমি মন্ত্রণালয়ের পদে আত্তীকরণে গণবিজ্ঞপ্তি

“সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে বাংলাদেশ সাহায্য নির্ভর দেশ থেকে স্বনির্ভর দেশে পরিণত হয়েছে”

ব্রেকিং নিউজ :