300X70
বৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সালমা আক্তার মনি এখন ফিফা রেফারি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৭, ২০২০ ৯:১১ অপরাহ্ণ

মাঠে মাঠে ডেস্ক:পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়স এক বছর একদিন কম হওয়ায় ২০২০ সালের ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পাননি সালমা আক্তার মনি। ২০২১ সালের জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে অপেক্ষায় ছিলেন ফিফার অনুমোদন পাওয়ার।

অবশেষে বহুল প্রতিক্ষিত ফিফার সেই অনুমোদন পেয়েছেন সালমা আক্তার মনি। বৃহস্পতিবার বাফুফেকে মনির অনুমোদনের বিষয়টি জানিয়ে দিয়েছে ফিফা। সালাম আক্তার মনি এখন ফিফার সহকারী রেফারি।

সালমা আক্তার মনির বয়স এবারও একদিন কম ছিল; কিন্তু বাফুফে একদিন বয়স কনসিডার করার অনুরোধ করেছিল ফিফাকে। যে কারণে বয়স একদিন কম হওয়ার পরও সালমা মনি ২০২১ সালের জন্য ফিফার সহকারী রেফারি হিসেবে স্বীকৃতি পেলেন।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বিকেলে সালমা আক্তার মনিকে সহকারী রেফারি হিসেবে ফিফার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালে ফিফা রেফারি হয়েও করোনাভাইরাসের কারণে কোনো আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পাননি আরেক নারী রেফারি জয়া চাকমা। গত বছরের মতো এবারও দুইজন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিফার অনুমোদন পেলেন। নতুন বছরে তারা আন্তর্জাতিক পর্যায়ের খেলা পরিচালনা করতে পারবেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :