300X70
মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আধুনিক পদ্ধতিতে চাষাবাদে লাভবান হওয়ার স্বপ্ন বুঁনছে কৃষকরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৩১, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় এবার রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে আধুনিক পদ্ধতিতে সমলয় চাষাবাদে বোরো ধান রোপণ করা হচ্ছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে আবহাওয়া অফিসপাড়া গ্রামের লিখন ইসলামের জমিতে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. এস, এম আবু বকর সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ। এ সময় গ্রামের শতশত কৃষক রোপণ পদ্ধতি দেখতে ভিড় জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমলয় চাষবাদ এর উদ্দেশ্য হল কৃষকদের মাঝে সমবায়ী মনোভাব তৈরি করা। এ পদ্ধতিতে চাষাবাদে খরচ কমবে এবং সেইসঙ্গে ফলনও বাড়বে। যা দেশে খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়,এ উপজেলায় এই প্রথম ধানের চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্ট অর্থাৎ যন্ত্রের মাধ্যমে চারা রোপণ শুরু হয়েছে। ২৪ জন কৃষক একত্রিত হয়ে সমবায় ভিত্তিতে সমলয় পদ্ধতিতে ১৫০ বিঘা জমিতে বোরো চাষ করছেন। প্রথম পর্যায়ে কৃষকদের কোনো খরচ লাগছে না। ধানবীজসহ সব খরচ কৃষি বিভাগ বহন করছে।

রামডাঙ্গা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, আমি এবার দশ বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করবো। এই জমি রোপণে আমার অন্তত ৫০ হাজার টাকা খরচ হতো। এছাড়া কৃষি শ্রমিক পেতেও খুব কষ্ট হতো। এ মৌসুমে কৃষি প্রনোদনার বিনামূল্যে ধান রোপণ করছি। এ পদ্ধতিতে বিঘা প্রতি মাত্র ২ হাজার ৫০০ টাকা খরচ হবে। কৃষি শ্রমিক খোঁজার হয়রানিও কমে যাবে।

আবহাওয়া অফিসপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদ নিয়ে আমাদের কোন ধারণা ছিলনা। কিন্তু এ বিষয়ে উপজেলা কৃষি অফিস থেকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাতে আমাদের ধারণা পাল্টে গেছে।

তিনি জানান, আগে ধান রোপণে অনেক পরিশ্রম করতে হতো। আজ ২০ মিনিটেই আমার ৩০ শতাংশ জমির ধান রোপণ হয়ে গেছে।

রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের চালক রঞ্জু ইসলাম জানান, প্রতি বিঘা জমিতে ধান রোপণ করতে ১ লিটার ডিজেল খরচ হয়। আর এর জন্য আমরা তিনশত টাকা খরচ নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, সমলয় চাষাবাদে আমরা এ এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করে তাদের বোঝাতে সক্ষম হয়েছি। এখন তারা এ পদ্ধতিতে ধান চাষে আগ্রহী। চলতি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় থাকা ২৪ জন কৃষক এ সুবিধা পাচ্ছেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতকে নতুন শর্ত দিলো পাকিস্তান

রাজধানীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা মোহাব্বতসহ গ্রেফতার-৩২

ঢাকায় ইন্দোনেশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু হতে পারে : শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আওয়ামী লীগ নেতার মোনাজাত, ভিডিও ভাইরাল

জনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ১০ জন নিহত

দেশপ্রেম ও ন্যায় পরায়নতার অনুপম দৃষ্টান্ত মতিয়র রহমান তালুকদার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে ৩ বিভাগে

কঠোর শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্সিয়াল ফ্লাইট পুনরায় শুরু

ব্রেকিং নিউজ :