300X70
সোমবার , ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সনমান্দী ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৈনিকদের সংবর্ধনা ও স্মৃতিচারণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ

ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ : সালাম বরকত এর রক্ত বৃথা যেতে দিবনা, বায়ান্নের ভাষা সৈনিকদের আগমন শুভেচ্ছা স্বাগতম। সর্বস্তরে বাংলা ভাষা চালু করো চালু করো। উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাসৈনিক সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বঙ্গবন্ধু লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদ আয়োজিত ভাষাসৈনিক সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক রেজাউল করিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তফা মুন্না।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যান, সনমান্দী ইউনিয়ন পরিষদ, সোনারগাঁ নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের সকল ওয়ার্ড মেম্বার ও সনমান্দী ইউনিয়নের সকল আওয়ামী লীগের নেতা কর্মী ও এলাকার সকল সাধারণ জনগণ।

উক্ত অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়ন পরিষদের সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে সভাপতির বক্তব্যে জাহিদ হাসান জিন্নাহ্ প্রথমে একুশে ফেব্রুয়ারির সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে অনুষ্ঠানে উপস্থিত থাকা সকলে বাংলাদেশের জাতীয় সংগীত ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরআগে অনুষ্ঠানের শুরুতে বায়ান্নের ভাষা সৈনিক ও সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থাকা সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি বায়ান্নের ভাষা আন্দোলন করে যে অবদান রেখেছেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ থাকবো।

আজ আপনাদের বদৌলতে আমরা আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে পরিচয় পেয়েছি তাই এই ৠন কখনো সোধ করার নয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ভাষা সৈনিক রেজাউল করিম বলেন আমরা বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয় ভাষা হিসেবে পেয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনেক ভালো লাগলো যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আজ সেই পুরোনো স্মৃতি গুলো আপনাদের কাছে বললাম এতে আমার অনেক ভালো লাগলো।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক শিকদার বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত হলাম। আজকে একটা কথা বলবো যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

এই জন্য আমাদের এই সুন্দর মাতৃভাষার জন্য যে সকল বন্ধু শহীদ হয়েছেন আমি ভুলিনি ভুলবনা কোনদিন। আজ তোমরা বেচে থাকলে দেখতে পারতে, যে আমাদের দেশের মানুষ তাদের কাছে আমরা কতটা ভালোবাসা পাই। তাই তোমাদের ভুলিনি ভুলবনা কোনদিন।

উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ কান্না জড়িত কন্ঠে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ১২ জন

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি

শ্রীনগর ৯ লক্ষ টাকার ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার

শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় চালক ও হেলপার র‍্যাবের হাতে আটক

এক বছর পূর্ণ করল ট্রাষ্ট আজিয়াটা পে (ট্যাপ)

চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ, একাধিক সহযোগিতা চুক্তির সম্ভাবনা

শার্শায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ ৩০ হাজার জরিমানা

রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশের উন্নয়নে অভিন্ন থাকতে হবে: এলজিআরডি মন্ত্রী

বন্ধ থাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে

ব্রেকিং নিউজ :