বিনোদন ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান করে সম্পর্কটা ভাই-বোনের মতোই এগিয়ে নিতে চান বলে জানালেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রবিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ঢালাওভাবে সাংবাদিকদের নয়, শুধু দু-একটি ঘটনার কথা উল্লেখ করেছেন জানিয়ে প্রভা বলেন, আমি কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরণের অভিযোগ করিনি ও করছি না। আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিলনা, এখনো নেই।