বাহিরের দেশ ডেস্ক: আফগানিস্তানের জন্য ‘মানবিক ট্রাস্ট ফান্ড’ গঠন এবং খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালুর বিষয়ে একমত হয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন-ওআইসি।
রবিবার পাকিস্তানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সর্বসম্মতভাবে এ সংক্রান্ত রেজ্যুলেশন গ্রহণ করা হয়।
মুসলিম ৫৭টি দেশের এই সংগঠন আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অঙ্গীকার করেছে।
আফগানিস্তানে টিকা ও ওষুধ সরঞ্জামাদি প্রেরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সমন্বয় করে কাজ করারও সিদ্ধান্ত হয়েছে।
মুদ্রা তারল্য এবং মানবিক সহায়তা বাড়াতে বিদেশে আফগানিস্তানের জব্দ করা অর্থ ছাড়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও ‘মানবিক ট্রাস্ট ফান্ডের’ সঙ্গে মিলে একটি রোডম্যাপ তৈরি করবে ওআইসি সদরদপ্তর।
আইডিবি-কে ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে ‘মানবিক ট্রাস্ট ফান্ডের’ কার্যক্রম চালুর আহ্বান জানানো হয়েছে।
আফগানিস্তানের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি ও মানবিক সহায়তা নিশ্চিতে ওআইসির এই জরুরি সম্মেলন আহ্বান করা হয়। এতে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
তবে শেষ মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সফর স্থগিত করা হয়। এতে অংশ নেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।