অর্থনৈতিক প্রতিবেদকঃ আন্তর্জাতিক বাজারে টানা ৩ সপ্তাহ স্বর্ণের মূল্য কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্থর রয়েছে। এতে দীর্ঘমেয়াদে সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রা ডলারের তেজ বেড়েছে। পরিপ্রেক্ষিতে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্থর রয়েছে। ফলে দীর্ঘমেয়াদে সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
এতে মার্কিন মুদ্রা ডলারের তেজ বেড়েছে। পরিপ্রেক্ষিতে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট।
শুক্রবার (১৮ আগস্ট) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৮৮৭ ডলার ৭৯ সেন্টে।
সবমিলিয়ে আলোচ্য সপ্তাহে স্বর্ণের দাম ব্যাপক নিম্নমুখী হয়েছে। যে হার ১ দশমিক ৪ শতাংশেরও বেশি।
একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দর সামান্য বৃদ্ধি পেয়েছে। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯১৬ ডলার ৫ সেন্টে। তবে তা সাপ্তাহিক হিসাবে নিম্নগামী আছে।
এই কর্মদিবসে ডলার সূচকের অবনমন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। তাতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা সস্তা হয়ে গেছে।
শিকাগো ভিত্তিক ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, সাম্প্রতিক সময়ে ডলারের তেজ বেড়েছে। সেই সঙ্গে ইউএস বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের সমস্যা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে মূল্যবান ধাতুটি আদর্শ সম্পদের মতো কাজ করছে না।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, শিগগিরই ডলার দুর্বল না হলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বৃদ্ধি পাবে না। এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ধাতুটি ধুঁকতে পারে।
ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন, ২০২৪ সাল পর্যন্ত সুদের হার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখতে পারে ফেড। এমনটি হলে বিশ্ববাজারে স্বর্ণের দরপতন ঘটবে।