শেখ রাজীব হাসান, টঙ্গীঃ টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলমের অক্লান্ত পরিশ্রমের ফলে বাবা মায়ের সন্ধান পেলো ৫ বছর বয়সী শিশু সাজ্জাদ।
প্রসঙ্গত, গত রবিবার রাতে (২৬শে ডিসেম্বর) টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে অভিভাবকহীন অবস্থায় পাওয়া যায় ৫ বছর বয়সী শিশু সাজ্জাদ কে। শিশু সাজ্জাদ প্রচন্ড কান্না করছিল বাবা মায়ের জন্য। এসময় টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শিশুটিকে পুলিশি হেফাজতে রাখেন।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, রবিবার রাতে আমার দায়িত্বরত এলাকা থেকে কান্না বিজরিত অবস্থান পাওয়া যায় ৫বছরের শিশু সাজ্জাদ কে। শিশুটিকে দেখার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিন বিভাগের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ইলতুৎ মিশ স্যারের সাথে আলোচনা করে শিশু সাজ্জাদকে পুলিশি হেফাজতে রাখি এবং তার অবিভাবকের সন্ধানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার প্রচারণা চালাই।
মিডিয়ায় প্রচারিত সংবাদের ভিত্তিতে শিশুটির বাবা মায়ের সন্ধান পাওয়া যায়। ছেলেটির বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা। ছেলেটির বাবা পেশায় একজন রিকশাচালক। তারা বর্তমানে খিলক্ষেত থানা এলাকায় বসবাস করে। ছেলেটির বাবা মায়ের সাথে কথা বলে জানতে পারি তারা এবিষয়ে ক্ষিলক্ষেত থানায় একটি ডায়েরী করেছে।
পরবর্তীতে রাত আনুমানিক ১.৩০ ঘটিকার সময় আইনি নিয়ম অনুযায়ী যাচাইয়ের মাধ্যমে শিশু সাজ্জাদকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়। আমি একজন বাবা আমি জানি সন্তানেকে ঘিরে বাবা মায়ের কতটা স্বপ্ন ও ভালোবাসা। সন্তানকে পাওয়ার পর বাবা মায়ের ভালোবাসার যে বন্ধন দেখেছি বোঝাতে পারবো না। তাদের মুখের হাসি ফেরাতে পেরে খুব ভালো লেগেছে।