জ্যেষ্ঠ প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি কাঁচপুরে ৪৮ ডেসিমেল জমি কিনবে। এই জমি নুডলস, স্নাকস কার্গোটেড কার্টুন এবং ব্যাটারি ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল করবে প্রতিষ্ঠানটি।
জমি কিনতে কোম্পানিটির মোট ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া, কোম্পানিটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ ব্যয় করবে।