বিশেষ প্রতিবেদক: সরকার আরো তিন বছর চাকরির মেয়াদ বাড়িয়েছে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটুর ।
আজ মঙ্গলবার (১৮ মে) তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা মু. আশরাফ সিদ্দিকী বিটুকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২৫ এপ্রিল, ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।