এম এ মান্নান, লালমনিরহাট প্রতিনিধি: আওয়ামীলীগের কোন কমিটি সভাপতি বা সম্পাদক সর্বস্ব কিংবা সহযোগী সংগঠনগুলোতে স্বজনপ্রীতির সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, করোনা মহামারীতে সবকিছু বন্ধ থাকলেও আমাদের দলের রাজনৈতিক কর্মকান্ড বন্ধ ছিল না বরং রাজনৈতিক দলগুলো উজ্জীবিত থাকায় করোনাকালীন রাজনীতি উচ্চমর্গে উচ্চধারায় উন্নীত হয়েছে। দীর্ঘ সময় আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় বিভিন্ন সুবিধা ভোগীরা কৌশলে দলে অনুপ্রবেশ ঘটিয়ে দলকে বিতর্কিত করার চেষ্টা করছে। এজন্য নেতাকর্মীদের সজাগ থেকে কাজ করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কেন্দ্রীয় আ’লীগের সদস্য, সাবেক সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আ’লীগের সহ-সভাপতি সিরাজুল হকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়।
এম এ মান্নান, লালমনিরহাট।
১৫-১০-২০২০/০১৭১৭৫৪৫৫৬৯