নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
সম্প্রতি যাত্রা শুরু করেছে আলেশা কার্ড লিমিটেড, যা আলেশা হোল্ডিংস লিঃ এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। বুধবার ৮ই সেপ্টেম্বর ২০২১ আলেশা কার্ড লিমিটেড এর সাথে চুক্তিবদ্ধ হলো ঢাকার লেকশোর হোটেল। সকল আলেশা কার্ড হোল্ডারগণ লেকশোর হোটেল এর রুম, জিম, সুইমিং পুল, কার রেন্টাল, খাবার এবং ব্যাংকুয়েট হল বুকিংয়ে ৪০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট সুবিধা পাবেন। আলেশা কার্ড এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলেশা কার্ড এর গ্রাহকদের বিশেষায়িত সুবিধা নিশ্চিত করতে লেকশোর হোটেল এর সাথে এই পার্টনারশিপ গ্রাহকসেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে আরও নিত্য নতুন পার্টনারদের থেকে আলেশা কার্ডহোল্ডারগণের বিশেষায়িত সুবিধা প্রাপ্তির এমন ধারা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলেশা কার্ড লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, হেড অব কার্ড মোঃ সোহরাব হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ রিফাত হোসেন, উইং হেড মো: সাগীর আলী, এবং ব্র্যান্ড এন্ড মার্কেটিং ম্যানেজার মোঃ তারিক আজিজ। এছাড়াও লেকশোর হোটেল এর পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শরীফ মোল্লা, সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার সুহিতা এনাম, সেলস এন্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাহমুদুল হাসান।
দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি পার্টনারদের কাছ থেকে আলেশা কার্ড হোল্ডারগণ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এক বছর মেয়াদী কার্ডটির ক্রয়মূল্য ৭৯৮০ টাকা। সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কার্ডটি পাচ্ছেন একদম ফ্রি ও ৬৫ বয়সোর্ধ্ব ব্যক্তিগণ ৫০ শতাংশ ছাড়ে পাচ্ছেন আলেশা কার্ড।