নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গাজীপুরের ইআরসি টেক্সটাইলের টিনশেড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর জেলার মাওনাস্থ নতুনবাজাররে কেউড়া এলাকার ইআরসি টেক্সটাইলের টিনশেড ভবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে।
এ রিপোর্ট দুপুর ১ টার দিকে লেখা পর্যন্ত আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে জোড় তৎপড়তা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ।