বাহিরের দেশ ডেস্ক: জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে নয় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। খবর সিএনএন।
ইউএন হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)-এর আপডেট অনুসারে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ইউক্রেনে ৯২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
মৃতদের মধ্যে ১১ জন বালক, ২৫ জন বালিকা ও ৩৯ জন শিশু রয়েছে যাদের লৈঙ্গিক পরিচয় জানা যায়নি।
সংস্থার মতে, কমপক্ষে ১ হাজার ৪৯৬ জন বেসামরিক লোক আহত হয়েছে।
ওএইচসিএইচআর বলেছে, অধিকাংশই হতাহত হয়েছে বিস্ফোরক অস্ত্রের মাধ্যমে। যার মধ্যে ভারী কামান, রকেট থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা রয়েছে।
সতর্ক করে বলা হচ্ছে, প্রকৃত পরিসংখ্যান সম্ভবত ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ হতে পারে। কারণে সাম্প্রতিক দিনগুলোতে আক্রমণ তীব্র করা হয়েছে এমন কিছু এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে ও অনেক রিপোর্ট এখনো যাচাই করা হয়নি।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এরপর একে একে বড় কয়েকটি শহরের পতন ঘটেছে। বর্তমানে রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ বাহিনী।