নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পশুর হাটে ইজারাদাররা গরু নিয়ে টানাটানি করতে পারবেন না।কেউ এমনটা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ জুন) ঈদুল আজহাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর কোরবানির পশুর হাট ঘিরে কোনো বিশৃঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয় সে জন্য আমাদের সদস্যরা সতর্ক রয়েছেন। পশুর হাটে বিক্রেতাদের জোর করে ভেড়ানো হয়। এবার কোথাও এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশুবাহী গাড়িতে চাঁদাবাজি কোনোভাবে বরদাশত করা হবে।
তিনি বলেন, ঈদের সময় ফাঁকা রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনোভাবেই সড়কে হাট বসতে দেওয়া হবে না৷ পশু কেনাবেচায় জাল টাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে।
এ ছাড়া ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় বাসায় মূল্যবান দ্রব্যাদি না রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার।