অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইস্টার্ণ ব্যাংক লি. (ইবিএল)-এর অগ্রাধিকার ব্যাংকিং সেবা পাবে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং একই সংঙ্গে কোম্পানীর বীমাধারী/ গ্রাহকরা কো-ব্র্যান্ড ডেবিট কার্ড সেবাও গ্রহন করতে পারবেন।
সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী এস.এম. জিয়াউল হক।
ইস্টার্ণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট বিজনেস প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী, ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান মেজ. মো. আব্দুস সালাম, পিএসসি (অব.), পে-রোল ব্যাংকিং প্রধান ইসতিয়াক আহমেদ, কার্ড বিজনেস প্রধান নাহিদ ফারজানা; চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহমদ উল্লাহ, প্রধান আর্থিক কর্মকর্তা মঞ্জুর আহমেদসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।