300X70
মঙ্গলবার , ৭ জুন ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইমরান খান গ্রেফতার হলে যে পদক্ষেপের হুঁশিয়ারি দিল পিটিআই নেতারা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৭, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হলে দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পর এই তীব্র প্রতিক্রিয়া জানাল দলটির নেতারা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ রবিবার ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দেশে অরাজকতাকে উসকে দেন, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা করেন, এমনকি প্রতিপক্ষকে বিশ্বাসঘাতক ও ইয়াজিদ বলেন এমন একজন ব্যক্তি একটি গণতান্ত্রিক সমাজে কীভাবে রাজনৈতিক দলের প্রধান হতে পারেন।
এসময় ইমরান খানের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামিনের মেয়াদ শেষ হলে ইমরান খান গ্রেফতার হবেন।

রানা সানাউল্লাহর এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিষয়টির নিন্দা জানিয়ে পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি সরকারকে সতর্ক করে বলেন, যদি দলের চেয়ারম্যান গ্রেফতার হন তাহলে তীব্র আন্দোলনে যাবে পিটিআই নেতাকর্মীরা।

পার্টির কোর কমিটির বৈঠকে অংশ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে শাহ মাহমুদ কোরেশি আরও বলেন, ইমরান খান গ্রেফতার হলে পিটিআই কঠোর পদক্ষেপ নেবে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পেশওয়ার থেকে ফেরার পর তার বানিগালার বাসভবনে এই বৈঠকে সভাপতিত্ব করেন।

কোরেশি আরও বলেন, রানা সানাউল্লাহ যে ইমরান খানকে হুমকি দিয়েছেন তা সবাই শুনেছেন। তিনি বলেন, ইমরান খানকে গ্রেফতার করা হবে একটি রাজনৈতিক ভুল। যদি এটি ঘটে থাকে তাহলে দলের নেতাকর্মীদের এখনই প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।

পিটিআইয়ের এই নেতা আরও বলেন, তার দলের কোর কমিটি দেশের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারেও সতর্ক নজর রাখছে।

ইসলামাবাদ অভিমুখে গত মে মাসে ইমরান খানের ডাকা লংমার্চ বা আজাদি মার্চে সহিংসতার দায়ে তার বিরুদ্ধে পুলিশ মামলা করে। সেই মামলায় চলতি সপ্তাহে পেশওয়ার হাইকোর্ট ইমরান খানকে তিন সপ্তাহের আগাম জামিন দেয়। সূত্র: ডন,

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :