বাহিরের দেশ ডেস্ক:
ইরাকে ১৮ বছর ধরে চলে আসা সন্ত্রাসবিরোধী যুদ্ধের সমাপ্তি করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।
ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে গতকাল সোমবার (২৬ জুলাই) সাক্ষাতে হোয়াইট হাউসে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাইডেন। সাক্ষাতের পর দুই নেতা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর ইরাকে আর কোনো মার্কিন সেনা যুদ্ধের ভূমিকা পালন করবে না।
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে বলেন, চলতি বছরের ডিসেম্বরের শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগীতা করার দায়িত্ব পালন করবে, কিন্তু সরাসরি কোন যুদ্ধে অংশ গ্রহন করবে না।
যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার আগে বাগদাদে প্রধানমন্ত্রী কাজেমি বলেছিলেন, তার দেশে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা সফরে যাওয়ার আগে বাগদাদে প্রধানমন্ত্রী কাজেমি বলেছিলেন, ‘তার দেশে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের সেনাদের এখন আর কোনো প্রয়োজন নেই। তবে আইএসবিরোধী যুদ্ধ ও আমাদের সেনাদের প্রস্তুতির বিষয়ের জন্য একটি বিশেষসীমা প্রয়োজন। বর্তমানে ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার ৫শ সেনা মোতায়েন রয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাকে আইএসের বড় ধরণের বোমা হামলার এক সপ্তাহ পর তাদের এই বৈঠক হচ্ছে। যদিও বাগদাদ প্রায় তিন বছর আগে আইএস পরাজিত হওয়ার ঘোষণা দিলেও দেশটিতে বাস্তবে এখনোও সক্রিয় রয়েছে আইএস।
গত রোববার রাতে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি যুক্তরাষ্ট্রে পৌঁছান।