বাহিরের দেশ ডেস্ক: ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিলেন। দুই বছরের মধ্যে চারটি নির্বাচনের মধ্য দিয়ে যাওয়া বিভক্ত দেশকে একত্রিত করার অঙ্গিকার করেছেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারসহ এবং আমলা তান্ত্রিক জটিলতা কমানো হবে বলে জানান ৪৯ বছর বয়সি বেনেট।
এদিকে, জয়ী হবার পর নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার আস্থা ভোটে জয়ী হবার পর এক বক্তব্যে বেনেট বলেন তার সরকার মানুষের জন্য কাজ করবে।
নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ডানপন্থী জাতিয়তাবাদী ইয়ামিনা পার্টির নেতা জোট গঠনের শর্ত হিসেবে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।
তবে ইসরায়েলে সরকারে পরিবর্তন এলেও তাতে খুব কমই পার্থক্য দেখছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের সংসদে ফিলিস্তিনপন্থী রাজনৈতিক দলও আছে। ফিলিস্তিনি দলের প্রতিনিধিরা নতুন সরকারের বিরুদ্ধে আপত্তিকর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।