নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম সাউথ, কুমিলা, নোয়াখালী জোন ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন সপ্রতি ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুলাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মতিয়ার রহমান, মোঃ আলতাফ হুসাইন, মোঃ জামাল উদ্দীন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মোঃ মাহবুব আলম, আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, সেলিম আনোয়ার, মুহাম্মদ সাঈদ উল্যাহ, জি. এম. মোহাঃ গিয়াস উদ্দিন কাদের।
এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব এ আলম, মোঃ কামরুল বারী ইমামী, মোঃ ইয়াকুব আলী এবং খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম।
চট্টগ্রাম সাউথ, কুমিলা, নোয়াখালী জোন ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।