বাঙলা প্রতিদিন ডেস্ক : ট্রেনের টিকেট প্রাপ্তি অধিকতর সহজ, স্বচ্ছ ও যাত্রীবান্ধব করার জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, টিকেট প্রাপ্তি ও ভ্রমণে যাত্রীদের সন্তুষ্টি অর্জন করতে হবে। যাত্রীরা যেন সহজে টিকেট কিনতে পারে সে ব্যবস্থা করতে হবে। টিকেটের ক্রয় প্রক্রিয়ায় যাত্রীরা কতটুকু সন্তুষ্ট হতে পারছে তা বিবেচ্য। অনেক ক্ষেত্রে অনলাইনে কাঙ্খিত গন্তব্যের টিকিট না পেয়ে যাত্রীরা হতাশ হন। সেক্ষেত্রে নিকটস্থ কোন স্টেশনের কোন সময়ের জন্য টিকিট অবশিষ্ট রয়েছে সার্চ অপশনে যাত্রীর নিকট যেন তা স্বয়ংক্রিয়ভাবে উপস্থাপিত হয় সে ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে প্রয়োজনবোধে রেলওয়ের বাইরের এক্সপার্টদের পরামর্শ নিতে হবে।
সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। অধিক পরিমান যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বাড়তি ট্রেন সার্ভিস চালু করার জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ও ক্যারেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে মত বিনিময়কালে তিনি জানান। এছাড়া টিকেট কালোবাজারি ও রুট রেশনালাইজেশনের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রসাশন)-কে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন বলেও তিনি উপস্থিত সাংবাদিকদের জানান।
টিকেট কালোবাজারি প্রতিরোধে তরুনদেরকে সম্পৃক্ত করতে এবং ম্যানুয়েল পদ্ধতিতে সংরক্ষিত কোটার টিকেট বিক্রি বন্ধ করতে নির্দেশনা প্রদান করেছেন বলেও তিনি সাংবাদিকদের জানান। সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ সরদার সাহাদাত আলীসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।