নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষের দিকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে রাজধানী ঢাকায় ফিরে আসছেন কর্মজীবীরা। সড়ক, রেল ও নৌপথে রাজধানীমুখো মানুষের চাপ বেড়েছে।
বছর বেশির ভাগ ট্রেনে খুব বেশি সূচি-বিপর্যয় না হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশির ভাগ যাত্রী।
তবে, সড়ক পথে দক্ষিণাঞ্চল থেকে আসা অনেক যাত্রী ফেরিঘাটে তিন থেকে চার ঘণ্টা যানজটের কবলে পড়ার কথা জানিয়েছেন ।
আজ শুক্রবার দেশের সব পথেই রাজধানীমুখো মানুষের ঢল দেখা গেছে। ঢাকাগামী বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময় থেকে সামান্য বিলম্বে কমলাপুরে এসেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে খুব বেশি ভোগান্তি ছাড়া রাজধানীতে ফিরতে পেরে খুশি ট্রেনের যাত্রীরা।
এদিকে, সড়ক পথে দেশের নানা প্রান্ত থেকে ঢাকামুখী মানুষের চাপ দেখা গেছে।
তবে, দক্ষিণাঞ্চল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট হয়ে আসা যাত্রীরা পথে দুর্বিসহ যানজটের কবলে পড়েছেন বলে জানান।
আগামী রোববারে কর্মস্থলে যোগ দিতে আগামীকাল শনিবারের মধ্যে বেশির ভাগ কর্মজীবী ঢাকায় ফিরে আসবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।