নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম সকাল ৮.০০ঘটিকায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আজহা’র নামাজ আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
নামাজ আদায় শেষে ডিএনসিসি মেয়র উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম দেশবাসী ও নগরবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রতিটি নাগরিকের জীবন। নগরের সকলের সহযোগিতায় আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে পারবো।’