ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধাক্কা ধাক্কিতে সেচ ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সেচের পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেচ কমিটির ব্যবস্থাপককে ধাক্কা মেরে ড্রেনে ফেলে দিলে তিনি জ্ঞান হারান। এ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ওই সেচ ব্যবস্থাপক হচ্ছেন আছির উদ্দিনের সাহেবের ছেলে আবুল হোসেন (৫৩)। তিনি ছিলেন এলাকার সেচকল পরিচালনা কমিটির ব্যবস্থাপক।
ওই সেচকলের আওতাধীন কৃষকদের চাহিদা অনুযায়ী বোরো মৌসুমে সেচের পানি দেওয়া হচ্ছিল।
সাবেক ইউপি সদস্য মো. লাল মিয়া জানান, বিগত মৌসুমের সেচের পানির মূল্য পরিশোধ না করায় কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তারুন্দিয়া গ্রামের মো. নুর উদ্দিনের জমিতে চলতি মৌসুমে সেচের পানি দেওয়া হয়নি। মঙ্গলবার সকাল ৯টার দিকে নুর উদ্দিনের পক্ষ হয়ে মমতাজ উদ্দিন মোন্তা কয়েকজনকে নিয়ে সেচের পানির একটি নালা খুলে দেয়।
কিন্তু কমিটির অনুমতি ছাড়া ব্যবস্থাপক আবুল হোসেন পানি দিতে অস্বীকার করেন। এ নিয়ে আবুল হোসেনের সাথে মমতাজের কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে আবুল সেচপাম্প বন্ধ করতে গেলে মমতাজ তাকে ধাক্কা দিয়ে পানির নালায় ফেলে দেন।
এ ঘটনায় আহত আবুল হোসেনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পর দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। তবে নিহতের কেউ থানায় অভিযোগ দেয়নি।