জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী তেলুয়ারী গ্রামে বুধবার মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ার সেমাই ও চানাচুর তৈরি ও বাজারজাতকরণ করায় এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক রিপন মিয়াকে অর্থদণ্ড ১০ হাজার টাকা আরোপ করা হয় এবং উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করা হয়। এ কার্যক্রমে সহযোগিতা করেন আঠারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান, আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ও অন্যান্য সদস্যবৃন্দ ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর তৈরি ও বাজারজাত করায় কারখানার মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (২০০৯) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।