সংবাদদাতা, নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় উঠানে খেলার সময় বজ্রপাতে আপন দুই ভাই (শিশু) মারা গেছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলো— জালালাবাদ গ্রামের লাবু ফকিরের দুই ছেলে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৪)। সামিউল ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ করে দক্ষিণ-পশ্চিম দিক থেকে কালো মেঘ উড়ে আসে। বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় তারা দুই ভাই বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই সামিউল ও রিফাত মারা যায়।