300X70
শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

উত্তরখানে গ্যাস লাইন লিকেজ, ৩ নারী দগ্ধ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩১, ২০২২ ৮:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর উত্তরখান রাজাবাড়ী এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়েসহ তিন নারী দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, ডালিয়া আক্তার (৩৫), তার মা আলেয়া বেগম (৫০) ও ভাতিজি আনজানা রহমান লাইজু (৩০)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাবাড়ি আটিপাড়া ড্রিম প্যালেস নামে একটি ৮তলা বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ডালিয়ার স্বামী মো. দবিরুল ইসলাম জানান, বাড়িটির তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন তারা। সন্ধ্যায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইরে থেকে বাসায় আসেন তিনি। এরপর ডালিয়া তার মা আলেয়া বেগম ও ভাতিজি লাইজুকে নিয়ে রান্না ঘরে যান। সেখানে চা বানানোর জন্য অটো চুলাতে আগুন জ্বালাতেই বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাদের তিনজনের শরীরে আগুন ধরে যায়। এছাড়া রুমের দরজা, জানালারও গ্লাস ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

তবে অন্য রুমে থাকায় দবিরুল ও তার মেয়ে দিনিয়ার শরীরে আগুন লাগেনি। চুলার চাবি চালু করা ছিল বা লাইনে লিকেজ ছিলো বলে ধারণা দবিরুলের।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের তিনজন শরীরে দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :