নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় শীতার্থ মানুষের মাঝে প্রায় ২ হাজার ৩ শত কম্বল বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের নব নির্বাচিত এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান।
পৃথক তিনটি বিতরণ অনুষ্ঠানে মোট ২ হাজার ৩শত কম্বল বিতরণ করেন তিনি। উত্তরা পশ্চিম থানা এলাকার ফ্রেন্ডস ক্লাব মাঠে সকাল ১১ টায় এবং বিকাল তিনটায় তুরাগের আহালিয়া খেলার মাঠে দুই হাজার গরীব দুখীর মাঝে নিজ অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন হাবিব হাসান এমপি।
এ সময় স্থানীয় আওয়ামী আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উত্তরা ১২ নং সেক্টরে খ্রিস্টান কমিউনিটির মাঝে ৩ শত কম্বল বিতরণ করা হয়।
মৌসুমি বায়ুর প্রভাবে কয়েকদিন থেকে সারাদেশে তীব্র শীত পড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক দুর্ভোগে পড়ে। রাজধানীর অন্য এলকার মতো উত্তরাতেও গত কয়েকদিন থেকে তীব্র শীত অনুভুত হচ্ছে। যে কোন দুর্যোগ বা দুর্ভোগে হাবিব হাসান সব সময় সাধারণ মানুষকে সহায়তা করে আসছেন দীর্ঘ দিন থেকে।
করোনা মহামারির লকডাউন চলাকালে প্রায় ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা করে বেশ আলোচিত হন নতুন এ এমপি।
এবার দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হওয়ার পর শীত বস্ত্র বিতরণের সিন্ধান্ত নিয়ে গরীবের পাশে থাকার ঘোষনা দিয়েছেন হাবিব হাসান। আগামী কয়েকদিনের মধ্যে উত্তরার আরো কয়েকটি ওয়ার্ডে কম্বল বিতরণ করবেন ঢাকা-১৮ আসনের এ সাংসদ।