নিজস্ব প্রতিবেদক: সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের৪ জানুয়ারিতে প্রতিষ্ঠা হওয়া এই সংগঠনকে নিয়ে আলোচনা, সমালোচনার শেষ নেই৷ কিন্তু সব সমালোচনা ভুলে কিছু মানুষ থাকে যাদের মূল পেশা, নেশা হচ্ছে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাওয়া৷আর তেমনই একজন হলেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তামজীদ রহমান।
এই রমজানের শুরু থেকে শেষঅব্দি যেই মানুষ ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ। প্রায় প্রতিদিন ইফতার করানো থেকে শুরু করে যে কোনো ধরনের সেচ্ছাসেবা ছিলো যার প্রধান কাজ।
বিশেষ করে সাধারণ জনগণের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর মাঝে ইফতার বিতরণ করে অনেকের অনুপ্রেরণা’র যোগান দিয়েছেন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা সকলেই হয় তো সব সময় দুস্থদের কথা চিন্তা করি, তাদের নিয়ে কাজ করি কিন্তু সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইরা আছেন তাঁদের প্রতিও আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন কেন না উদ্দেশ্য যদি নিঃস্বার্থ ভাবে মহৎ হয়, তবেই হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।
এছাড়াও গত ২৬ রমজান, বিশ্ব মা দিবসে দরিদ্র, অসহায় মা’দের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।
সকল রাজনীতিবিদ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে এভাবেই সবাই এগিয়ে আসুক সবার তরে তাহলেই হয় তো এই দেশ হবে আরও সমৃদ্ধ এবং প্রসিদ্ধ।