প্রতিনিধি, বাউফল: পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এ্যাড. কামাল হোসেন বিশ্বাসের নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো.নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কর্মী সমর্থকেরা যোগ দেয়। এতে সৃষ্টি হয় জন¯্রােতের। উঠান বৈঠক রূপ নেয় জনসভায়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী আমলগীর হোসেন বলেন,‘ নৌকার কোন বিদ্রোহী নেই। যারা নৌকার বিরুদ্ধে কাজ করেন তারা আওয়ামীলীগ হতে পারে না। এরা আওয়ামীলীগের শত্রæ, শেখ হাসিনার শত্রæ। আওয়ামীলীগ দাবি করলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,‘ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা পক্ষে কাজ করেন নৌকার বিজয় নিশ্চিত করুন। উন্নয়নের স্বার্থে নৌকার বিকল্প নেই।
নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল বিশ্বাস বলেন,‘ গত নির্বাচনে নামধারী হাইব্রিড আওয়ামীলীগ নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৌকা হারিয়েছেন। যার কারনে গত বছরে নওমালার জনগণ উন্নয়ন বঞ্চিত হয়েছেন। হামলা মামলার শিকার হয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। লাভবান হয়েছে জামাত বিএনপি। এবার নওমালা বাসী ঐক্যবদ্ধ হয়েছে। এবার নৌকার বিজয় সুনিশ্চিত।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. সুলতান আহমেদ মৃধা, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. আজিজ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা প্রমূখ।
অনুষ্ঠিত উঠান বৈঠকে জেলা, উপজেলা ও নওমালা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ এবং প্রায় ১০ হাজার নৌকার কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১১নভেম্বর দ্বিতীয় ধাপে বাউফলের নওমালা ও সূর্য্যমণি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হবে। এদুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী, নৌকার বিদ্রোহী সহ স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন।