নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের (ডিএনসিসি ওয়ার্ড ১৫, ১৮, ১৯, ২০ ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) উপ-নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠিয়েছে সংস্থাটি।
সোমবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান। ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী তফসিল অনুসারে আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণের জন্য ১৬ জুলাই মধ্যরাত ১২টা থেকে ১৭ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার ও ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানবাহনগুলোর পাশাপাশি ১৫ জুলাই মধ্যরাত ১২টা থেকে ১৮ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ও অন্যান্য বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও যেকোনো যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।