নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
করোনা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। এদিকে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন কমছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২শ’ ৩৩ জন। একই সময়ে সুস্থ হয়েছে ১ হাজার ৪১৩ জন। আর এ নিয়ে দেশে করোনামুক্ত হয়েছে ১৫ লক্ষ ৯ হাজার ২০২ জন।
এনিয়ে দেশে আজকের নতুন ১ হাজার ২৩৩ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জনে। আর মারা যাওয়া আজকের ৩১ জনসহ সরকারী হিসাব মতে মোট মৃত্যুর সংখ্যা হলো ২৭ হাজার ৩৬৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ১৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা ২৭ হাজার ১৪১টি নমুনা। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হাড় ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তে গড় হার ১৬ দশমিক ১৮ শতাংশ।
উল্লেখ্য গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় বাংলাদেশে। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।