সংবাদদাতা, ডেস্ক: আগুন লাগার তিন দিন পরেও চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। চলছে আগুনে উত্তপ্ত কনটেইনার ঠাণ্ডা ও ডাম্পিং করার কাজ।
আজ বুধবার সকালে ডিপোর ভেতর গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সকালে শুধু ডিপোর কর্মচারীরা প্রবেশ করেছেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, এখনো ১৫-২০টি কনটেইনার ঠাণ্ডা ও ডাম্পিং করার কাজ বাকি আছে। আজ সকাল ৭টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় মাত্র ৪টি কনটেইনার নামিয়ে এনে ভেতরে জ্বলতে থাকা আগুন নেভানো গেছে।
আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম হিমেল গণমাধ্যমকে বলেন, দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে গেছে। আগুন আর জ্বলছে না। কন্টেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়াতেই সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি।