বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশে ৯ হাজার ৯১৫টি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ৭১টি কারখানার শ্রমিকরা ঈদুল আজহার ছুটি পাননি।
শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে ৭১টি কারখানার মধ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বেপজা, পাটকলের সদস্যভুক্ত কারখানার সংখ্যা ১২টি আর ছোট কারখানার সংখ্যা ৫৯টি।
গত ২৮ জুন পর্যন্ত বড় কল-কারখানা অর্থাৎ বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বেপজা, পাটকলের ৩ হাজার ১৬৪টি কারখানার মধ্যে ২৮ জুন ঈদের ছুটি দেওয়া হয় ১ হাজার ১০০টি কারখানায়।
এর আগ পর্যন্ত ১ হাজার ৯৯২টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়। আর ১২টি কারখানায় ছুটি দেওয়া হয়নি।
এ ছাড়াও অন্যান্য খাতের ৬ হাজার ৭৫১টি কারখানার মধ্যে ৬ হাজার ৫০৯টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়। আর ছুটি দেওয়া হয়নি ৫৯টি কারখানায়।
২ হাজার ৭৯০টি কারখানায় ২৮ জুন ছুটি দেওয়া হয়। আর এর আগে ছুটি দেওয়া হয় ৩ হাজার ৬১৯টি কারখানায়।