সংবাদদাতা, চাঁদপুর: এবার চাঁদপুরের ফরিদগঞ্জের একটি গ্রামে, সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে আগুন দেয়া হয়।
এসময় এক সনাতন ধর্মাবলম্বীর বাড়িঘর পুড়ে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
ফেসবুকের গুজবে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় আগুনের রেশ না কাটতেই, ঘটলো এই ঘটনা।
গত বুধবার কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির উত্তরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তোলার পর ওইদিন সকাল থেকে শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে দুর্গাপূজা চলাকালীন ও বিসর্জন শেষে কুমিল্লাসহ দেশের কয়েকটি জায়গায় হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়।