অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিলেট রেঞ্জ পুলিশের সাথে দিনব্যাপি কর্মশালার আয়োজন করেছে বিকাশ।
এই কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সিলেট নগরীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” শীর্ষক এই কর্মশালায় অংশ নেন সিলেট রেঞ্জ পুলিশ-এর ৫০ জন তদন্ত কর্মকর্তা।
দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা মোঃ নজিবুর রহমান, বিকাশ-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অবঃ), সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) মোঃ জেদান আল মুসা এবং সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ফাল্গুনী পূরকায়স্থ।
এমএফএস-এর মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সারা বছর ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় দেশজুড়ে বিভিন্ন জেলার পর এবার সিলেটে আয়োজিত হলো কর্মশালাটি।