নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি)’র বিজয় দিবসের আলোচনা সভা ও বনভোজন -২০২১ গত মঙ্গলবার রামপুরার আফতাব নগরের আইডিয়াল ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে কোরআন তেলাওয়াত, আলাচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র অনুষ্ঠিত হয় | সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রারজানা সুলতানা।
আলোচক ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সভাপতি নাসিমা আক্তার সোমা, সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মামুন শেখ, সিনিয়র সাংবাদিক সাবিরা ইসলাম, কিরন সেরনিয়াবাত, সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দীন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক জাফরুল আলম, শাহিদুল ইসলাম, আনোয়ার সাদাত সবুজ ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি ও বাঙলা প্রতিদিন সম্পাদক সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার যথেষ্ট সাংবাদিক বান্ধব তাই আমাদের সকলকে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। তারা আরো বলেন, স্বাধীনতাকে ধারণ করে লালন পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সদস্য মো. শাহজাহান, সিনিয়র সাংবাদিক সাইফ আলী, সংগঠনের সহ সভাপতি নুরে আলম শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমেদ, নির্মল কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলাউদ্দিন, প্রচার সম্পাদক রাহাদ হুসাইন ভূইয়া, আপ্যায়ন সম্পাদক আনিসুল ইসলাম পলাশ, সদস্য নাসির উদ্দীন, আবদুর রাজ্জাক, জয়নাল আবেদীন, ইউসুফ আলী বাচ্চুসহ প্রমুখ উপস্থিত ছিলেন | অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আবদুল খালেক লাভলু।