বাহিরের দেশ ডেস্ক: ইতিহাস আগেই রচনা হয়েছিল। প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি জয়। এরপর টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। এবার হলো আরও বড় ইতিহাস। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকা আসার পরও হয়তোবা জস বাটলার ভাবেননি এমন পরিস্থিতিতে পড়তে হবে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে এসে তার দলকে পড়তে হয়েছে রীতিমতো অথৈয় সাগরে। শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ভালোই এগোচ্ছিল তারা তবে মাঝের সময়ে একই ওভারে জস বাটলার এবং ডেভিড মালানের বিদায়ে পথ হারায় ইংলিশরা। বাটলার মনে করেন এখানেই পিছিয়ে পড়ে তার দল।
ইংলিশ অধিনায়ক ম্যাচ শেষে বলেন, ‘পরপর দুই উইকেট হারানো ম্যাচের ভাগ্য নির্ধারণে ভূমিকা রেখেছে। ড্রাইভ (অল্পের জন্য রান আউট হয়েছিলেন) না দেওয়ার কারণে আমি নিজেকে নিয়ে হতাশ। সম্ভবত সেটি আমাদের ম্যাচ হারার কারণ।’
বাটলার যোগ করেন, ‘আমরা (বোলিংয়ে) দারুণভাবে ফিরে এসেছিলাম। আমরা মাঠে কিছু সুযোগ নষ্ট করেছি, যা খুবই হতাশাজনক। ম্যাচ যতই এগিয়েছে উইকেট আরও ভালো হয়েছে। আমার মনে হয়, আমরা ওদের কাঙ্ক্ষিত সংগ্রহে আটকে রাখতে পেরেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, আমরা এই রান তাড়া করতে পারব, কিন্তু সেটা হয়নি।’