নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা-২০২৩ এর প্রথম দিন আজ শুক্রবার (১২ মে) রাজধানীর শেরে বাংলা নগর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতি: দায়িত্ব) প্রফেসর ড. কে এম রেজানুর রহমান।
এসময় তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, ২২১ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪০ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২৫ হাজার ১ শত ৫১ জন এবং নারী পরীক্ষার্থী ১৪ হাজার ৮ শত ৬৩ জন।