300X70
শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ওজু করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২০, ২০২২ ৯:২৪ পূর্বাহ্ণ

সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলো- মো. হাসান (৮) ও তার ভাই মো. হোসাইন (৬)। তারা উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের মো. শফির ছেলে। দিনমজুর শফি পরিবার নিয়ে একই ইউনিয়নের বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পাশে কলোনিতে ভাড়া থাকতেন।

দুই শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে , তারা দুজনে শুক্রবার সন্ধ্যার দিকে মাদরাসা সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান। পরে মাগরিব গড়িয়ে মসজিদে এশার নামাজের সময় শেষ হলেও ফিরে না আসায় তাদের বাবা খোঁজ নিতে মসজিদে যান। সন্দেহ হলে মাদ্রাসার পুকুরে হাসানের নিথর দেহ দেখতে পায়, পরে পানিতে নেমে হোসাইনের নিথর দেহও উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে তাদের নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।
চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিচ আজগর নিহতের বাবা শফির বরাত দিয়ে বলেন, দুই ভাই প্রতিদিনের মতো মসজিদে জামায়াতে নামাজ পড়তে যায়। পুকুরে ওজু করতে গিয়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে তলিয়ে গেলে অন্যজনকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে গেলে দুজনে মারা যান বলে তাদের ধারণা।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :